About Us

আমরা কুর’আন, সুন্নাহ এবং সালাফে সালেহীনগনের বিশুদ্ধ মানহাজের পথে চলছি। আমাদের সিলেবাসে শুধুমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামা’আতের আলিমগনের কিতাবই রয়েছে।

আক্বীদাহ ও মানহাজ শিক্ষা প্রদানের ক্ষেত্রে আমরা সালাফগনের লেখা কিতাবসমূহ’কে সর্বাধিক প্রাধান্য দিয়েছি। আর পরবর্তীদের কিতাবের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছি, শুধুমাত্র সেসকল কিতাবকেই গ্রহন করেছি যেগুলোর লেখকগন মানহাজুস সালাফের অনুসারী ছিলেন।

বাংলা ভাষাভাষীদের জন্য আমরাই সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণভাবে ইসলামের গুরুত্বপূর্ণ সকল বিষয়ে ইলম অর্জনের অনলাইন প্লাটফর্ম তৈরি করছি। আক্বীদাহ, মানহাজ, হাদীস, উসূলুল হাদীস, ফিক্বহুল ইবাদাহ, উসূলুল ফিক্বহ, কাওয়াঈদুল ফিক্বহ, আদব ইত্যাদি গুরুত্বপূর্ন বিষয় আমরা শিক্ষা প্রদান করছি।


উপরোক্ত গুরুত্ত্বপূর্ন বিষয়সমূহ শিক্ষা প্রদান করার জন্য যেসকল কিতাব প্রয়োজন তার অধিকাংশই বাংলা ভাষায় অনূদিত হয় নি; তাই আমরা নিজ উদ্যোগে প্রয়োজনীয় কিতাবগুলো অনুবাদ করছি। আর কিছু কিতাব আমরা নিজেরাই সংকলন করছি। যেমনঃ আমরা ইমাম আহমাদ ইবন হাম্বল(রহিমাহুল্লাহ)-এর উসূলুস সুন্নাহ ও ইমাম ইবন কুদামাহ(রহিমাহুল্লাহ)-এর লু’মাতুল ই’তিক্বাদ কিতাবটি অনুবাদ করেছি। আর ফিক্বহে মুকারানার জন্য একটি কিতাব সংকলন করেছি। সালাফগনের মানহাজের আলোকে শিক্ষা প্রদান করার জন্য এভাবেই আমরা নিজেরা বিভিন্ন কিতাবের অনুবাদ ও সংকলন করছি।