উস্তায মাঈনউদ্দীন আহমাদ যেসকল প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহন করেছেন তার অন্যতম হলোঃ
- ‘জামিয়াতুল মুহাজিরীন’ হতে তাখাসসুস ফিল ফিক্বহ ওয়াল ইফতা
- ‘জামিয়াতুল মুহাজিরীন আল-ইসলামিয়্যাহ’ হতে দাওরায়ে হাদীস
- Darul Uloom Online – হতে ‘আলিম’ কোর্স ও ‘দাওরায়ে হাদীস’
- Islamic Online University – IOU হতে BA ইন ইসলামিক স্টাডিজ
- اكاديمية الاسلامية عل ان لائن – হতে ‘আক্বীদাহ’, ‘উসূলুল ফিক্বহ’, ‘হাম্বলী ফিক্বহ’ ও ‘তুলনামূলক ফিক্বহ’ এর উপর একাধিক ইজাযাহ কোর্স
- الاکادیمیة الاسلامیة المفتوحة – হতে ‘আক্বীদাহ’, ‘উসূলুল ফিক্বহ’, ‘মাকাসিদুশ শারঈয়্যাহ’ এর উপর একাধিক ইজাযাহ কোর্স
উস্তায মাঈনউদ্দীন আহমাদ বর্তমানে শিক্ষারত রয়েছেনঃ
- Islamic Online University – IOU – এর MA ইন ইসলামিক স্টাডিজে
- শাইখ ড. সাহল আল-উতাইবী-এর পার্সোনাল ‘তাখাসসুস ফিল হাম্বলী ফিক্বহ’ কোর্সে
উস্তায মাঈনউদ্দীন আহমাদ যেসকল ‘আছারী’/’সালাফী’ আলিমগনের ‘আক্বীদাহ’ ও ‘মানহাজ’ – এর দারসে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেনঃ
- শাইখ ড. সাহল আল-উতাইবী (ইজাযাহ, শারহু আক্বীদাহ আত-ত্বহাবিয়্যাহ)
- শাইখ ড. সালেহ আল-ফাওযান
- শাইখ ড. ফাহিদ আল-ফুহাইদ
- শাইখ ড. ফাহাদ ইবন সা’দ আল-মুকরিন (ইজাযাহ, শারহু আক্বীদাহ আল-ওয়াসিতিয়্যাহ লি ইবনু উছাইমীন)
- শাইখ সালীহ ইবন আব্দুল্লাহ আল-আসীমী (ইজাযাহ, শারহু আক্বীদাহ আস-সাফারিনিয়্যাহ লি ইবনু উছাইমীন)
- ড. আবু আমীনাহ বিলাল
- ড. আব্দুল্লাহ আল-ফারসী (ইজাযাহ, তাহরীমুন নাযর লী ইবনু কুদামাহ)
- শাইখ সালীম আল-আমরী
- শাইখ আব্দুল কারীম ইবন আব্দুল্লাহ
এছাড়াও তিনি আশ’আরী উস্তাযের নিকট আশ’আরী আক্বীদাহ অধ্যয়ন করেছেন ও ইজাযাহ প্রাপ্ত হয়েছেন।
উস্তায মাঈনউদ্দীন আহমাদ ‘হাম্বলী ফিকহের’ যে যে কিতাব যে যে শাইখের কাছে/অধীনে/সাথে অধ্যয়ন করেছেন, তাঁর লিস্ট দেওয়া হলোঃ
- আর-রওদ্বুল মুরবি’ঈ – শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলী – শাইখ সামি ইবন মুহাম্মাদ – শাইখ ইউসুফ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ (ইজাযাহ) – শাইখ আব্দুল ওয়াহিদ ইবন আব্দিল ওয়াহহাব – শাইখ ড. বাজাবির (ইজাযাহ)
- যা’দ আল-মুস্তাক্বনী – শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলী – শাইখ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আস-সাক্বির
- উমদাতুল আহকাম – শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলী – শাইখ ড. সালিহ আল-ফাওযান (ইজাযাহ) – শাইখ ড. বাজাবির (ইজাযাহ)
- দালীলুত ত্বলিব – শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলী – শাইখ আব্দুল ওয়াহিদ ইবন আব্দিল ওয়াহহাব – শাইখ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আস-সাক্বির (ইজাযাহ) – শাইখ ড. খালিদ আব্দুল্লাহ আল-মুশিক্ব’হ (ইজাযাহ) – শাইখ ড. বাজাবির
- আল-উমদাহ – শাইখ সা’দ আশ-শাছরী (ইজাযাহ) – শাইখ আব্দিল আযীয আল-ফাওযান – শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলী – শাইখ ড. রশিদ ইবন উছমান আয-যাহরানী (ইজাযাহ) – শাইখ ড. আব্দুল হাকীম আল-‘আজলান – শাইখ ড. বাজাবির (ইজাযাহ)
- আল-মাদখাল ইলা মাযহাবি ইমামি আহমাদ(ইবন বাদরান) – শাইখ সামি ইবন মুহাম্মাদ
- শারহুল মুক্বনী (ফিক্বহুল ইবাদাহ অংশ) – শাইখ ইউসুফ আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ
- আল-কাফী – শাইখ সা’দ আশ-শাছরী (ইজাযাহ)
- আল-ইনসাফ (ফিক্বহুল ইবাদাহ অংশ) – শাইখ সা’দ আশ-শাছরী
- আল-ইক্বনা – শাইখ রাশিদ আবি আব্দিল্লাহ (ইজাযাহ) – শাইখ আবি আব্দির রহমান আব্দুস সালাম ইবন মুহাম্মাদ
- আল-ফুরু (ইবন মুফলীহ) – শাইখ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আস-সাক্বির (ইজাযাহ)
- আল-মুগনী (ফিক্বহুল ইবাদাহ অংশ) – শাইখ আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন আব্দির রহমান আস-সাইয়্যিদ
বর্তমানে শারহুল কাবীর আলা মাতনুল মুক্বনীর মতন সহ আল-মুগনী ও কাশশাফুল ক্বীনা একজন হাম্বলী শাইখের নিকট অধ্যয়ন চলমান।
উস্তায মাঈনউদ্দীন আহমাদ ‘হাম্বলী উসূলুল ফিকহের’ যে যে কিতাব যে যে শাইখের কাছে/অধীনে/সাথে অধ্যয়ন করেছেন, তাঁর লিস্ট দেওয়া হলোঃ
- আল উসুল মিন ইলম আল-উসুল– শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবনে আল আলি (ইজাযাহ) – শাইখ সা’দ আশ-শাছরি
- রওদাতুন নাযির– শাইখ আবু আব্দির রহমান মুহাম্মাদ ইবন আহমাদ ইবন আলি – শাইখ সা’দ আশ শাছরি – শাইখ আবদুল্লাহ আহমাদ শামসুদ্দিন – শাইখ ড. বাজাবির (ইজাযাহ)
- আল-ওয়াদিহ ফি-উসুলিল ফিকহ– শাইখ আবদুল্লাহ আহমাদ শামসুদ্দিন
- কাওয়াইদুল উসুল ওয়া ম্যা’আকিদুল ফুসুল– শাইখ আব্দুল ওয়াহিদ ইবন আব্দিল ওয়াহহাব- শাইখ আহমাদ ইবন উমার আবু আব্দিল ওয়াহহাব (ইজাযাহ)
- ক্বাওয়াঈদুল উসূল আল-ফিক্বহ– শাইখ সামি ইবন মুহাম্মাদ
- সাফওয়াতু উসূলুল ফিক্বহ– শাইখ সামি ইবন মুহাম্মাদ
উস্তায মাঈনউদ্দীন আহমাদ ‘হানাফী’, ‘শাফিয়ী’, ‘মালিকী’ ফিক্বহ ও উসূল এবং ‘ফিক্বহু মুক্বারানা'(তুলনামূলক ফিক্বহ) যে যে শাইখের কাছে/অধীনে/সাথে অধ্যয়ন করেছেন, তাঁদের মধ্যে অন্যতমঃ
- হানাফীঃ শাইখ ড. মুফতী ইয়াসির নাদীম (ইজাযাহ, আল-মানার, হিদায়াহ, উসূলুশ শাশী)
- হানাফীঃ মাওলানা মুফতী নূরুজ্জামান (ইজাযাহ, ফাতাওয়া আল-হিন্দিয়া)
- হানাফীঃ মুফতী মাহফুজুর রহমান (ইজাযাহ, রদ্দুল মুহতার)
- হানাফীঃ মাওলানা আনিসুল হক্ব
- হানাফীঃ শাইখ ফারায রাব্বানী (ইজাযাহ, মুখতাসার আল-ক্বুদুরি)
- হানাফীঃ মাওলানা তালহা কাসিমী (ইজাযাহ, আল-মুজায ফি উসূলিল ফিক্বহ)
- হানাফীঃ শাইখ সালমান ইউনুস
- হানাফীঃ মাওলানা কাশিফ আহমাদ (ইজাযাহ, বাদাই’উস সানা’ঈ)
- শাফিয়ীঃ শাইখ জামীর মি’আহ (ইজাযাহ, আল-ইক্বনা)
- মালিকীঃ উস্তায হামযা ইউসুফ
- মালিকীঃ শাইখ ওয়ালীদ মুহাম্মাদ মুসাদ (ইজাযাহ, জামিউল উম্মাহাত)
- মুক্বারানা বা তুলনামূলক ফিক্বহঃ শাইখ মুস্তাফা আল-‘আদউয়ি (ইজাযাহ, বিদায়াতুল মুজতাহীদ)
- মুক্বারানাঃ শাইখ মুহাম্মাদ আব্দাল আযীয
- মুক্বারানাঃ শাইখ আবু আব্দিল্লাহ মুহাম্মাদ আস-সাক্বির (ইজাযাহ, আল-ফিক্বহু আলাল মাযহাবিল আরবা’আ)
- মুক্বারানাঃ শাইখ ড. রশিদ ইবন উছমান আয-যাহরানী
- মুক্বারানাঃ শাইখ খালিদ মানসুর
উস্তায মাঈনউদ্দীন আহমাদের হাদীসের ও অন্যান্য যেসকল কিতাবের সনদ ও ইজাযাহ রয়েছে, তার মধ্যে অন্যতমঃ
- সহীহ বুখারী
- ফাতহুল বারী
- সহীহ মুসলিম
- সুনানে আবু দাউদ
- সুনানে নাসাঈ
- সুনানে তিরমিযী
- সুনানে ইবন মাজাহ
- মুয়াত্তা ইমাম মালিক
- মুয়াত্তা ইমাম মুহাম্মাদ
- শারহু মা’আনিল আছার
- রিয়াদ্বুস স্বলেহীন
- তালখীসুল হাবীর
- ই’লামুল মুয়াক্কিঈন