উস্তায মানযুরুল কারীম যেসকল প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহন করেছেন তার অন্যতম হলোঃ
- মাদরাসাতু ইমদাদিল উলুম আল ইসলামিয়্যাহ হতে ‘ তাখাসসুস ফি ফিকহিল হানাফী ‘ সম্পন্ন করেন
- দারুল উলুম দক্ষিণ খান হতে ‘তাকমিল’ বা ‘দাওরায়ে হাদীস’ সম্পন্ন করেন
- তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনার্সের শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছেন।
পাশাপাশি তিনি একজন আলিমের তত্ত্বাবধায়নে ব্যক্তিগতভাবে হাদিস শাস্ত্র অধ্যয়ন করছেন।
মাদ্রাসার সিলেবাসের কিতাবসমূহ পড়ার পাশাপাশি তিনি বিভিন্ন কিতাব পৃথকভাবে উস্তাদের কাছে পড়ে ইজাযাহ ও সনদ লাভ করেছেন। যার মাঝে রয়েছে:
তাফসির:
- ইমাম আবু মানসুর আল মাতুরিদীর, তাউইলাতু আহলিস সুন্নাহ
হাদীস:
- ১) মুসনাদু ইমাম আহমাদ,
- ২) সহিহুল বুখারি,
- ৩) সহিহুল মুসলিম,
- ৪) সুনানু আবি দাউদ,
- ৫) জামিউত তিরমিযী,
- ৬) সুনানুন নাসাঈ (মুজতাবা),
- ৭) সুনানু ইবন মাজাহ,
- 8) মুওয়াত্তা ইমাম মালিক,
- ৯) মুওয়াত্তা ইমাম মুহাম্মাদ,
- ১০) শরহু মা’আনিল আসার লিত তাহাভী,
- ১১) আদাবুল মুফরাদ লিল বুখারি,
- ১২) বুলুগুল মারাম,
- ১৩) সুনানুদ দারিমী,
- ১৪) সহিহু ইবন হিব্বান,
- ১৫) রিয়াদ্বুস স্বলিহীন,
- ১৬) আল আরবাঈনান নাবাবী,
- ১৭) সুনানুল কুবরা লিন নাসাঈ।
শরহুল হাদীস:
- ১) ফাতহুল বারী-ইবন হাজার আসকালানী,
- ২) শরহুন নববী লি সহিহিল মুসলিম।
ফিক্বহঃ
- ১) ইমাম হুসাইন ইবন মুহাম্মাদ জিসর আত ত্বারাবলুসীর(রাহ.) রিসালাতুল হুমাইদিয়্যাহ,
- ২) ইমাম ইবন আবিদীন শামীর (রাহ.) রাদ্দুল মুহতার,
- ৩) ইমাম আহমাদ আত তাহতাভী(রাহ.) এর হাশিয়াতুত তাহতাভী আলাল মারাকী,
- ৪) ইমাম ইবন নুজাইমের (রাহ.) আল বাহরুর রাইক,
- ৫) ইমাম কামালুদ্দীন ইবন হুমামের(রাহ.) ফাতহুল কাদীর,
- ৬) ইমাম বুরহানুদ্দীন মারগিনানীর(রাহ.) আল হিদায়াহ,
- ৭) ইমাম ফখরুল ইসলাম বাযদাভীর(রাহ.) উসুলুল বাযদাভী,
- 8) শামসুল আইম্মাহ আবু বকর সারাখসির(রাহ.) আল মাবসুত,
- ৯) ইমাম মুহাম্মাদ বিন হাসান আশ শাইবানীর(রাহ.) আল আসল ও অন্য ৫ কিতাব,
- ১০) ইমাম মুসিলির (রাহ.) আল ইখতিয়ার (এটা কেবল পড়া হয়েছে, ইজাযাত নেয়া হয়নি)।
উলুমুল হাদীস:
- ১) ইমাম ইবন হাজারের (রাহ.) নুযহাতুন নাযর,
- ২) ইমাম নববীর(রাহ.) আত তাকরিব,
- ৩) শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর(রাহ.) সবগুলো কিতাব,
- ৪) আল্লামা যাফর আহমেদ উসমানীর(রাহ.) কাওয়াইদ ফি উলুমিল হাদিস।
আক্বীদাহ:
- ১) ইমাম আবু মানসুর মাতুরিদীর(রাহ.) কিতাবুত তাওহীদ ও সকল কিতাবের ইজাযাহ ও সনদ লাভ,
- ২) ইমাম আবুল হাসান আশ’আরীর(রাহ.) আল ইবানাহ ও সকল কিতাবের সনদ লাভ।
- ৩) আসারি আক্বীদার ইজাযাত লাভ।